বিসিএ এ্যাওয়ার্ডস- ২০২৪; থাকছে নানা চমকপ্রদ আয়োজন!
আগামী ২৮ অক্টোবর লন্ডনে ‘বিসিএ এ্যাওয়ার্ডস- ২০২৪’
এবারের ভেন্যু আপাতত “সারপ্রাইজ” থাকছে।
জানা গেছে এবার আরো চমকপ্রদ ও আকর্ষণীয় অনুষ্ঠান করার সকল আয়োজন চলছে।
বিসিএ প্রেসিডেন্ট জনাব ওলি খান এমবিই অনুষ্ঠানকে সফল করার আহবান জানান।।